
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র পরিচালনায় সংস্কারের অগ্রগতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
রাশেদ খাঁন বলেন, অতীতে দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেছিলেন যে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে এক রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করা জরুরি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব পালনের অগ্রগতি কোথায়।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যের প্রসঙ্গ এনে বলেন, আসামি শনাক্তে পুরস্কার ঘোষণার বিষয়টি আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিগত সময়ে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন কতটা হয়েছে, সে বিষয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তিনি প্রশাসনিক দক্ষতা, সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এছাড়া তিনি নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে বলেন, গণতন্ত্রের মূল চেতনা—সমতা, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক নিরাপত্তা—এগুলো শক্তিশালী করতে কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার গুরুত্ব রয়েছে।
সার্বিকভাবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়া বক্তব্যে রাশেদ খাঁন নিরাপত্তা, প্রশাসনিক দায়িত্বশীলতা, সংস্কার বাস্তবায়ন এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।