
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত ঢাকাতেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সাম্প্রতিক দিনগুলোতে তুলনামূলক স্থিতিশীল উন্নতি দেখা গেছে। এ অবস্থায় তাঁকে বিদেশে স্থানান্তরের জরুরি প্রয়োজন নেই বলে মত দিয়েছে চিকিৎসক দল।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, জটিল শারীরিক সমস্যার কারণে নিয়মিত পর্যবেক্ষণ, আধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন রয়েছে। ঢাকায় বর্তমানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল রাখতে যথেষ্ট বলে চিকিৎসকরা মনে করছেন। বিদেশে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চিকিৎসকরা বলছেন—ঝুঁকি বিবেচনায় এখনই স্থানান্তর করা উপযুক্ত হবে না।
পরিবারের সদস্যরাও জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার সামগ্রিক সুরক্ষা ও মসৃণ চিকিৎসা নিশ্চিতে তাঁরা ঢাকাতেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়টিতে সম্মত হয়েছেন। প্রয়োজন হলে পরবর্তী সময়ে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আবারও বিবেচনা করা হবে।
এদিকে বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন, তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা। তবে আপাতত চিকিৎসা বোর্ডের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দলের নেতারা।
চিকিৎসকরা জানান, নিয়মিত চিকিৎসা, ডায়েট, ওষুধ এবং নিবিড় পর্যবেক্ষণ বজায় থাকলে তাঁর স্বাস্থ্য পরিস্থিতি আরও উন্নত হতে পারে। তাঁরা বলেন, “বর্তমান অবস্থায় স্থিতিশীলতা সবচেয়ে প্রয়োজনীয়—এ কারণেই দেশে চিকিৎসা চালিয়ে যাওয়াই যৌক্তিক।