
বায়তুল মুকাররম জাতীয় মসজিদকে আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে ১৯৯ কোটি টাকার একটি বৃহৎ সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে মসজিদ এলাকার অবকাঠামো সংস্কার, ওপেন স্পেস উন্নয়ন, পথচারীদের সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও নান্দনিক সৌন্দর্য বাড়ানোর কাজ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটি আরও সুশৃঙ্খল, পরিবেশবান্ধব ও দর্শনার্থীবান্ধব রূপ পাবে। উন্নত ল্যান্ডস্কেপিং, আলো ব্যবস্থা, বসার স্থান, পার্কিং উন্নয়নসহ পুরো এলাকাজুড়ে আধুনিক সেবাসুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া ধর্মীয় কর্মকাণ্ড, ঈদ জামাত এবং প্রতিদিনের নামাজে আগত মুসল্লিদের সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সরকার আশা করছে, এই সৌন্দর্যবর্ধন প্রকল্প সম্পন্ন হলে বায়তুল মুকাররম শুধু ধর্মীয় দিক থেকে নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের ক্ষেত্রেও আরও সমৃদ্ধ হয়ে উঠবে।