প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

তিনি জানান, সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবার টিসিবির জন্য দেড় কোটি লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সয়াবিন ও রাইস ব্রান তেল। অথচ যেদামে সরকার ব্যবসায়ীদের কাছ থেকে তেল কিনছে, বাজারে আজ তার চেয়ে লিটারে প্রায় ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না।
ভোজ্যতেলের দাম বাড়ানোকে ব্যবসায়ীরা প্রয়োজনীয় অনুমতিবিহীন বললেও, পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বলছে—তাদের মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনের অনুমতি নেওয়ার দরকার নেই। বাণিজ্য উপদেষ্টা এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, দামের যৌক্তিক কারণ থাকলে আলোচনা হতে পারে, কিন্তু সরকারের নীতিকে উপেক্ষা করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার কোনো ব্যবসায়ীর নেই।
রমজানের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, আমদানি পর্যায়ে প্রয়োজনীয় পরিমাণ ঋণপত্র খোলা হচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে বাজারে চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল পরিশোধনকারীরা যদি সরকারি মূল্যসীমা উপেক্ষা করে দাম বাড়িয়ে থাকে, তা স্পষ্টভাবে আইনের ব্যত্যয়। তিনি মনে করেন, ভোক্তার অধিকার রক্ষায় বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন। প্রয়োজন হলে পরিশোধন কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানও আইনে রয়েছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো জরুরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা