প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
শান্ত, সুশৃঙ্খল ও গর্বের নির্বাচন উপহার দিতে চায় সরকার: প্রধান উপদেষ্ঠা

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি দেশের নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
কোর্স সমাপ্তি উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “এক বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন নিরাপত্তা ও রাষ্ট্রবিজ্ঞান-সংক্রান্ত উচ্চতর শিক্ষা ও গবেষণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এ প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের শেষদিকে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা