
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলায় একটি মেডিকেল কলেজ ও একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে। তিনি বলেন, বিএনপি শুধু যুবকদের স্বপ্ন দেখাতে চায় না, বরং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ফেনীতে একটি ইপিজেড স্থাপন করা হলে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশে কাজ করতে আগ্রহী যুবকদের জন্য কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি কারিগরি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এতে করে প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়বে এবং দেশের রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তারেক রহমান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বৃহত্তর নোয়াখালী ও ফেনী অঞ্চল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক এলাকা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার রাজনৈতিক সম্মান রক্ষা করার দায়িত্ব জনগণের।
বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের কল্যাণে ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং নারীদের স্বাস্থ্যসেবার জন্য ‘হেলথ কার্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া পল্লী চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ফেনীতে সংঘটিত ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় নিয়ে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি সুবিধা বাড়াতে সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
গত দেড় দশকে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে দাবি করে তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন এবং দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।