
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন সারজিস।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট রাজনীতির যে ধারণা ছিল, তা আর টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।’
সারজিস আলম বলেন, বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তার ভাষায়, মানুষ এখন শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে এবং জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে ভোট দেবে।
তিনি অভিযোগ করে বলেন, যারা গত এক বছর তিন মাস ধরে নির্যাতন করেছে, তারা এখন নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। তবে ভোটাররা গিরগিটি চরিত্রের এসব মানুষকে চিনে ফেলেছে এবং ভোট দেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নেবে।
শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফ, ভালো ও সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোট বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সারজিস আলম হুমকির অভিযোগও তোলেন। তিনি বলেন, এখনো তার নির্বাচনী এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। জামায়াতের এক কর্মীকে ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সারজিস বলেন, ‘হুমকি দিয়ে, ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর হবে। মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন।’
গণসংযোগকালে জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।