রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। রাজনীতিতে ধর্মকে সামনে আনলে স্বাভাবিকভাবেই পক্ষপাতিত্ব সৃষ্টি হয়, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য ক্ষতিকর।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা মামলা ও পুলিশের তাড়ার মধ্যে ছিলেন। তার ভাষায়, বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। সারাদেশে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু ঠাকুরগাঁও জেলাতেই সাড়ে সাত হাজার মামলা হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এসব মামলার কারণে নেতাকর্মীদের চরম কষ্ট পেতে হয়েছে এবং বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। হাসিনা দেশত্যাগের পর অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে, বিএনপির কেউ ক্ষমতায় এলে তা করবে না।
বিএনপি ও জামায়াতে ইসলামীর পার্থক্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। জনগণ বিএনপিকে ভালোভাবে চেনে। বিএনপি ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানান তিনি। এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, ডাল ও আটা পাওয়ার পাশাপাশি হাসপাতাল থেকে চিকিৎসা সুবিধা এবং সন্তানের শিক্ষায় ভূমিকা রাখার সুযোগ থাকবে।
কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সার ও বীজ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
