ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওতাধীন সব ইউনিয়ন যুবদলের কমিটি ও উপজেলা যুবদলের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদল।
শনিবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নবীনগর উপজেলা যুবদল এবং এর অধীনস্থ সব ইউনিয়ন যুবদলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিষয়ে নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল বলেন, তারা ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এদিকে যুবদলের এক কর্মী জানান, নবীনগর উপজেলা যুবদলের একটি অংশ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছিল—এমন অভিযোগের কারণেই কেন্দ্রীয় যুবদল এই স্থগিতাদেশ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে নবীনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
