
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বলেছেন, তিনি দেশ ও জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ওয়ারির ৩৮ নম্বর ওয়ার্ডে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণার আগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, এলাকার সন্তান ও একজন ভাই হিসেবে তিনি জনগণের সামনে দাবি ও আবদার নিয়ে এসেছেন—আপনাদের জন্য কাজ করার সুযোগ।
পথসভায় ইশরাক হোসেন বলেন, রাজনীতিকে তিনি দেশ ও জাতির কল্যাণের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এবং একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে চান।
এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর বহুমুখী সমস্যার মধ্যে ৩৮ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি জর্জরিত। তীব্র গ্যাস সংকটের কারণে অনেক পরিবার নিয়মিত রান্নাবান্না করতে পারছে না। গ্যাসের চাপ না থাকায় ভোররাতে কিংবা গভীর রাতে রান্না করতে বাধ্য হচ্ছে পরিবারগুলো, ফলে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং বাড়ছে জীবনযাত্রার ব্যয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন সড়ক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এলাকার রাস্তাঘাট ভঙ্গুর হয়ে পড়েছে। হাঁটাচলা ও যান চলাচল প্রায় অযোগ্য অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না করা হলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে বলেও সতর্ক করেন তিনি।
পরিবেশদূষণ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিষাক্ত বাতাসে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে সংসদে বিষয়গুলো উত্থাপন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া এলাকায় মাদকের বিস্তার, অবৈধ স্থাপনা গড়ে চাঁদাবাজি এবং যত্রতত্র গণপরিবহন পার্কিংয়ের ফলে যানজট বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচিত হলে অবৈধ পার্কিং উচ্ছেদ করে নির্দিষ্ট স্থানে গণপরিবহন পার্কিংয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বাস রুট র্যাশনালাইজেশন ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ঢাকার জন্য মনোরেল বা পুরান ঢাকায় ভূগর্ভস্থ রেল ব্যবস্থা অধিক কার্যকর হতে পারে, যদিও তা ব্যয়বহুল।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে সবাই একসঙ্গে ছিলেন এবং আগামী দিনেও একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।
পথসভায় তিনি তার বাবার জন্য এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। এ সময় স্থানীয় বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।