
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে, তাই এই স্তরের শিক্ষকদের মানোন্নয়ন অপরিহার্য।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক ও নৈতিক মূল্যবোধও স্কুল থেকেই শেখাতে হবে। এ কারণেই বিএনপি প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ জোর দিতে চায়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য করে গড়ে তুলতে পরিকল্পিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রশিক্ষণে একদিকে যেমন একাডেমিক দক্ষতা বাড়ানো হবে, তেমনি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিশুদের কাছে কীভাবে উপস্থাপন করতে হবে—সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।
সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও ভুলের পার্থক্য শেখানো গেলে ভবিষ্যতে তারা নৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। তিনি বলেন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়—এই বোধ যদি শৈশবেই গড়ে ওঠে, তাহলে সমাজে নেতিবাচক আচরণ অনেকটাই কমে আসবে।
তারেক রহমান বলেন, শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের জন্য প্রাথমিক শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরে সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে ভবিষ্যৎ প্রজন্ম একটি দায়িত্বশীল ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।