
সংস্কার প্রক্রিয়া নস্যাৎ করে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের অঙ্গীকার যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং এ জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে জামায়াতসহ সব হাসিনাবিরোধী রাজনৈতিক শক্তি একসঙ্গে রাজপথে ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের পরিস্থিতি প্রত্যাশিত পথে এগোয়নি। তিনি বলেন, সবাই আশা করেছিল দেশে শান্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। শুরুতে পরিস্থিতিকে সাময়িক মনে করা হলেও সময়ের সঙ্গে সেটি দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একটি দলের চাঁদাবাজিসহ নানা অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অতীতে যারা ঘরে থাকতে পারেননি, তাদের পরবর্তী দুই বছরের কর্মকাণ্ড দেশবাসীকে ব্যথিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ টেনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ঐকমত্য কমিশনে তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা চলাকালে একটি দল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা ও আশঙ্কার পরিবেশ তৈরি করছে।
তিনি বলেন, এই অবস্থায় দেশের গণতান্ত্রিক ধারা ও সংস্কার প্রক্রিয়া রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার ঝুঁকি থেকে যাবে বলে তিনি সতর্ক করেন।