
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে সম্ভাব্য গণভোট সামনে রেখে নির্বাচনি মাঠে সক্রিয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ধারাবাহিকতায় দলটি আজ শনিবার নির্বাচনি ‘থিম সং’ প্রকাশের কর্মসূচি আয়োজন করেছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিকেল ৫টায় এই থিম সং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার ইস্যুতে গণভোটকে সামনে রেখে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই এই থিম সং প্রকাশ করা হচ্ছে। কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা করছে এনসিপি।
এদিকে থিম সং প্রকাশের পাশাপাশি নির্বাচনি প্রচারণা আরও জোরদার করতে ১২ দিনব্যাপী পদযাত্রার ঘোষণাও দিয়েছে দলটি। শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ চালানো হবে।
এনসিপি সূত্র জানায়, আগামীকাল রোববার চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের ২৪টি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
এই পদযাত্রার মধ্য দিয়ে শুধু দলীয় প্রার্থীদের পক্ষে নয়, বরং ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের পক্ষেও প্রচার চালাবে এনসিপি। পাশাপাশি সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবেন দলটির শীর্ষ নেতারা।
নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে এনসিপি ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রতিনিধিদের নাম ঘোষণা করেছে। এসব প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণা সমন্বয় করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থিম সং প্রকাশ ও দীর্ঘমেয়াদি পদযাত্রার মাধ্যমে নির্বাচনি মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করতে চাচ্ছে এনসিপি। বিশেষ করে তরুণ ভোটার ও নগরভিত্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছানোই এসব কর্মসূচির মূল লক্ষ্য বলে মনে করছেন তারা।
আগামী দিনগুলোতে এনসিপির এসব কর্মসূচি নির্বাচনি রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।