
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ দিনব্যাপী গণসংযোগ ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা জানাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরান ঢাকার শায়েস্তা খান রোডে অবস্থিত শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু হয়। সভায় তিনি যুবদল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কোনো প্রার্থীর দেওয়া ‘মাসালার বিনিময়ে’ যেন ভোটাররা তাদের মূল্যবান ভোট বিক্রি না করেন— এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে সভা, মতবিনিময় ও মানবিক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। কর্মসূচির শুরুতে ২৯ নম্বর ওয়ার্ডে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার সাংগঠনিক অবস্থা, যুবসমাজের বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এরপর হামিদুর রহমান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মসজিদে যোহরের নামাজ আদায় করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়, যা কর্মসূচির মানবিক দিককে আরও জোরালো করে তোলে।
পরবর্তী পর্যায়ে ২৪ নম্বর ওয়ার্ডের শ্মশান ঘাট এলাকায় স্থানীয় মুরুব্বিদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সামাজিক সমস্যা, নাগরিক সেবার সংকট এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সন্ধ্যায় ৩৩ নম্বর ওয়ার্ডের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে নারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নারী অধিকার, নারীদের উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা এবং সামাজিক অগ্রগতিতে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিএনপি প্রার্থী।
দিনের শেষ পর্বে ২৩ নম্বর ওয়ার্ডের ললিত মোহন দাস লেনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামিদুর রহমান হামিদ জনগণের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে জনসম্পৃক্ত ও মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।