
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই মহাসমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। পাশাপাশি প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। রোববার সকাল সাড়ে ৯টায় তিনি হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সমাবেশকে কোনো দলীয় কর্মসূচি হিসেবে দেখা ঠিক হবে না। তারেক রহমানের আগমন উপলক্ষে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। এখানে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মহাসমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ড মাঠে জোরেশোরে প্রস্তুতি চলছে। বিশাল মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চ ও মাঠজুড়ে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ চলছে। চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন মঞ্চ নির্মাণকাজ সরেজমিনে তদারকি করছেন। তিনি জানান, মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থে নির্মাণ করা হচ্ছে। মঞ্চের সামনে নিরাপত্তাকর্মীদের অবস্থান থাকবে এবং নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী ও সাদাপোশাকধারী পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে তল্লাশি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং সমাবেশ ঘিরে সব প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।