
রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে বিকেল থেকে সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, আদর্শ স্কুল মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং পুরো মাঠজুড়ে চেয়ার বসানো হয়েছে। বিকাল ৫টার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়া শুরু করেন।
এর আগে দুপুরের পর থেকে দাড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। মাঠের ভেতরে আসন পূর্ণ হয়ে গেলে অনেক নেতাকর্মী আশপাশের সড়ক ও খোলা জায়গায় অবস্থান নেন।
সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।