
চাঁদপুর-৫ আসনে নির্বাচনি প্রচারণায় এসে আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তম সুন্নী জোটের প্রার্থী ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। তিনি একই সঙ্গে চাঁদপুর-৫ ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি তার পিতা পীর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণভোটে ‘না’ ভোট দেওয়ার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি বলেন, জুলাই সনদে সংবিধানের গুরুত্বপূর্ণ ধর্মীয় ভিত্তি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তার অভিযোগ, জুলাই সনদে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’—এই শব্দগুলো বাদ দেওয়া হয়েছে, যা ১৯৭২ সালের সংবিধানে অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, “এই পরিবর্তনের পক্ষে যদি হ্যাঁ ভোট দেওয়া হয়, তাহলে ৭১-এর সংবিধান বিকৃত হবে।”
তিনি আরও বলেন, দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে সুন্নী জোটের প্রার্থীদের নির্বাচনি প্রতীক ‘চেয়ার’ মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘না’ ভোট দেওয়া প্রয়োজন। তার মতে, ধর্মীয় মূল্যবোধ ও দেশের মৌলিক পরিচয় রক্ষায় এটাই সঠিক অবস্থান।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামি ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি চাঁদপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করবেন। গণভোট ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার বিষয়টি তাদের প্রচারণার অন্যতম প্রধান ইস্যু হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পক্ষে ভিন্ন ভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করছে। সুন্নী জোটের এই অবস্থান ধর্মীয় ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।