প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, পারাপার হচ্ছে তিন গ্রামের পাঁচ হাজার মানুষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নীলকমল নদীর উপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কুটিচন্দ্রখানা ও সাবেকছিট মহলের হাবিবপুর গ্রামসহ তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। ৩০ মিটার বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বাঁশের চরাট ভেঙে গিয়ে কোথাও কোথাও ফাঁক তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়ে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা বেশি বিপাকে পড়ছেন। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই ।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান,মালেক, চাঁদনি জানান,ঝুঁকিপূর্ণ সাঁকোটি তাদের চলাচলের একমাত্র ভরসা।তাই ঝুঁকি নিয়ে যাতায়াতের সময় প্রায় দুর্ঘটনার স্বীকার হচ্ছেন তারা,এছাড়া এই ঝুঁকিপূর্ণ সাকো দিয়ে অসুস্থ রোগী যাতায়াতে খুবই অসুবিধা, তাই দ্রুত দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাঁকোটি মেরামত কিংবা একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
স্থানীয় শিক্ষার্থীরা অনিক ও আশিক জানান,প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে তাদের স্কুল কলেজে যেতে হয়, প্রায় সময় তারা দুর্ঘটনার স্বীকার হন, তাদের যাতায়াতে সুবিধার্থে দ্রুত ঝুঁকিপূর্ণ সাঁকোটি মেরামতের দাবি শিক্ষার্থীদের।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ হারুন জানান,বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার লোকজনের যাতায়াতের খুবই অসুবিধা হয়েছে,মেরামতের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে,এছাড়াও সেখানে একটি স্থায়ী বীজ নির্মাণের জন্য প্রস্তাব দেয়া আছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান,সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে।
দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীরা দ্রুত সাঁকোটি মেরামত কিংবা নতুন একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা