
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। ভারতের ভেন্যুতে খেলতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আপত্তি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে সম্মত না হয়, তাহলে নির্ধারিত সূচি অনুযায়ী বিকল্প একটি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম আলোচনায় রয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আইসিসি।
বোর্ড সভা শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে—এমন কোনো বিশ্বাসযোগ্য বা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে নেই। বাংলাদেশের অনুরোধে ম্যাচ অন্য দেশে সরিয়ে নিলে আইসিসির নিরপেক্ষতা, লজিস্টিক ব্যবস্থাপনা এবং টুর্নামেন্টের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হলেও বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি।
এদিকে, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশও সমান সুবিধা দাবি করলেও আইসিসি তা গ্রহণ করেনি। পিসিবি বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে ভেন্যু পরিবর্তনের আহ্বান জানালেও বোর্ড সভায় সেই প্রস্তাব গৃহীত হয়নি।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ভ্রমণে অনাগ্রহ প্রকাশ করায় গ্রুপ পুনর্বিন্যাসের আলোচনা হয়। তবে আয়ারল্যান্ডসহ সংশ্লিষ্ট বোর্ডগুলো সে প্রস্তাবে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়।
সরকারি পর্যায় থেকেও বিসিবিকে ভারতে গিয়ে খেলতে সবুজ সংকেত দেওয়া হয়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার জানিয়েছেন, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ দল ভারতে যাবে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও স্পষ্ট করে বলেন, ভারতের অন্য কোনো ভেন্যু হলেও সিদ্ধান্ত বদলাবে না; কেবল শ্রীলঙ্কায় ম্যাচ হলে তবেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে।
আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি সিদ্ধান্ত জানালে এরপর বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। ইউরোপীয় বাছাইপর্বে তৃতীয় হওয়া স্কটল্যান্ড এই সুযোগ পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্বকাপ নিয়ে আইসিসির এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে কি না, নাকি আইসিসির আলটিমেটামে সিদ্ধান্ত বদলায়।