প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
বাঁচতে চায় কিশোরী মিনা খাতুন, চিকিৎসার জন্য চান আর্থিক সহযোগিতা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পাঠানটারী গ্রামের রফিকুল ইসলামের নাতনী কিশোরী মিনা খাতুন(১৪) দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে নানা কষ্ট সহ্য করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বর্তমানে চরম অর্থাভাবে তার চিকিৎসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ না করলে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
বাবা মিজানুর রহমান মিনা খাতুনের মাকে ছেড়ে অন্য জায়গায় সংসার পেতেছে, তাই ছোটবেলা থেকে নানা বাড়িতে মানুষ হচ্ছেন হচ্ছেন মিনা খাতুন, দুই বছর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাধ্য অনুযায়ী মিনা খাতুনের নানা চিকিৎসা চালিয়ে আসছেন, তবে সাম্প্রতিক সময়ে চরম অর্থ সংকটে পড়ে বর্তমানে তার চিকিৎসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।এমতাবস্থায় মিনা খাতুন ও তার আত্মীয়-স্বজন সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন,সহৃদয় মানুষ ও সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মানবিক দৃষ্টিতে এগিয়ে এলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন কিডনি রোগে আক্রান্ত মিনা খাতুন—এমনটাই আশা তার পরিবারের।মিনাকে আর্থিক সহযোগিতা পাঠাত চাইলে মিনার নানা রফিকুল ইসলামের( ০১৩০৬১৩২৫৫৯)বিকাশ নাম্বারে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা