
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির উদ্বেগকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি।
ক্রীড়াভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থেকে বিসিবি চেয়েছিল—বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তবে এ বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি আইসিসি ও বিসিবি।
বাংলাদেশ ইস্যুতে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বুধবার একটি বৈঠক ডেকেছে আইসিসি। যদিও পিসিবির পাঠানো চিঠির সরাসরি প্রভাবে এই সভা আহ্বান করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বা সূচিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। গত সপ্তাহে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় ছিল। ফলে একাধিক আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
এ অবস্থায় আইসিসি নাকি বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে—এমন দাবি উঠে এলেও বিসিবি তা সরাসরি অস্বীকার করেছে। বোর্ডের ভাষ্য, বিশ্ব ক্রিকেট সংস্থার কাছ থেকে তারা কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।
উল্লেখ্য, খুব কাছেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পর্দা উঠবে এই মেগা আসরের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ও আইসিসির সিদ্ধান্ত এখন কোন দিকে মোড় নেয়—সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।