প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
কুড়িগ্রামের ৪টি আসনে চূড়ান্ত প্রার্থী ২৬

কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনে ২৬ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে টিকে থাকলেন। তারা হলেন- কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম। জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি। জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
কুড়িগ্রাম-২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে, বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ। আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন। নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা.আক্কাছ আলী সরকার। জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান। গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী। বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই।
কুড়িগ্রাম-৪ (চিমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বিএনপির আজিজুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান। জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল। বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক। বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শাহিন। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা