
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর প্রধান কার্যালয়ে আয়োজিত জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জানাজায় সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
র্যাব মহাপরিচালক বলেন, দায়িত্ব পালনকালে নিহত মোতালেব হোসেন শহীদ হয়েছেন। তার আত্মত্যাগ র্যাব কখনো ভুলবে না। এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিষয়টি র্যাব নিবিড়ভাবে তদারকি করবে বলেও জানান তিনি।
একেএম শহিদুর রহমান আরও বলেন, শহীদ মোতালেব হোসেনের পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। এই শোকের সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো র্যাবের নৈতিক দায়িত্ব। পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং ‘মনা’ নামের একজন সোর্স গুরুতর আহত হন।
নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন এবং প্রেষণে র্যাব-এ দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে র্যাব সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের মারধর করা হয়।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব মহাপরিচালকের ঘোষণার পর সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান আরও কঠোর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।