
গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেখানে ‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ একটি ছবি পোস্ট করেছেন, যা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন ও সমালোচনা শুরু হয়েছে।
ট্রাম্প তার পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটের পাশাপাশি আরও কয়েকটি ছবি প্রকাশ করেন। পোস্ট করা ছবিগুলোর একটি মূলত ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ বলে ধারণা করা হচ্ছে। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের প্রেক্ষাপটে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন।
মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন সংক্রান্ত একটি উপস্থাপনা বোর্ড দেখা গেলেও ট্রুথ সোশ্যালে পোস্ট করা সংস্করণে সেটি পরিবর্তন করে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা দেখানো হয়েছে। সংশ্লিষ্ট ছবিটি এর আগে হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।
এ ছাড়া ট্রাম্প আরেকটি ইলাস্ট্রেশনও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি নিজে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করছেন। তার পাশে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইলাস্ট্রেশনের সামনের অংশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে—‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬’।
এই পোস্টগুলো বাস্তব কোনো সরকারি সিদ্ধান্ত বা নীতির প্রতিফলন কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ এবং দখল সংক্রান্ত মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে।