
রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায়ের জন্য নতুন দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার–এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় ঘোষণার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে আলোচিত এ মামলার রায় নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হলো।
আদালত সূত্রে জানা গেছে, এটি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয় মামলা। চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং বাকি চারজন এখনও পলাতক।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর গত বছরের ২৪ ডিসেম্বর আদালত আজকের দিনটিকে রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। তবে বিচারিক প্রক্রিয়ার অগ্রগতির কারণে নির্ধারিত দিনে রায় ঘোষণা সম্ভব হয়নি।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। ট্রাইব্যুনাল ২৩ কার্যদিবসে তাদের জবানবন্দি গ্রহণ করেন। পাশাপাশি আসামিপক্ষের সাফাই সাক্ষী হিসেবে প্রধান আসামি আরশাদ হোসেনসহ আরও তিনজনের বক্তব্য শোনা হয়। এসব পর্ব শেষ হওয়ার পর শুরু হয় দীর্ঘ যুক্তিতর্ক।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন। ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি ঘটনার বর্ণনা দেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এ ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এটি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ভয়াবহ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
রায় ঘোষণার নতুন তারিখ ঘিরে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট মহলে এখন তাকিয়ে রয়েছে বিচারিক সিদ্ধান্তের দিকে।