
বাংলাদেশের কৃষিতে নতুন এক যুগের সূচনা হলো নাটোরের বড়াইগ্রামে। এখানে দেশে প্রথমবারের মতো আধুনিক সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। এই অত্যাধুনিক সেচব্যবস্থায় পাইপলাইনের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে বৃষ্টির মতো পানি ছিটিয়ে ফসলের জমিতে সেচ দেওয়া হবে, যা পানিসাশ্রয়ী ও কার্যকর একটি প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
অস্ট্রিয়ার কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর পানাসি প্রকল্পের আর্থিক সহযোগিতায় বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু খামারে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষামূলক সেচ কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি খামার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
গত ২ জানুয়ারি নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন ভবানীপুর ও ঈশ্বরদীর মুলাডুলি ইক্ষু খামারে এ পদ্ধতিতে সেচকাজ শুরু হয়। ‘পাবনা–নাটোর–সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দুটি প্রকল্পে মোট ৩ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অস্ট্রিয়ার বায়ার কোম্পানির সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রকল্প বাস্তবায়নের কাজ করছে।
প্রকল্পটির প্রযুক্তিগত তত্ত্বাবধান ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন চীনের বিশেষজ্ঞ মিস্টার জ্যাক এবং ভিয়েতনামের বিশেষজ্ঞ মিস্টার খোয়া। বর্তমানে বড়াইগ্রামের প্রকল্পের কাজ সম্পন্ন হলেও ঈশ্বরদীর মুলাডুলি খামারে কাজ চলমান রয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে একটি প্রকল্পে একসঙ্গে প্রায় ১২৫ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। বড় আকারের কৃষিজমিতে কম সময় ও কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার এ ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ বলেন, প্রচলিত গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে গিয়ে কৃষকরা প্রয়োজনের তুলনায় বেশি পানি ব্যবহার করেন, ফলে পানির অপচয় হয়। আধুনিক সেন্টার পিভোট সেচব্যবস্থায় কম খরচে স্বল্প সময়ে একসঙ্গে অনেক জমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং পানির অপচয় কমবে।
বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, দেশে প্রথমবার নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন বড়াইগ্রামের ভবানীপুর খামারে এ সেচব্যবস্থা স্থাপন করা হয়েছে। এখানে ১ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, এই আধুনিক সেচব্যবস্থা দেশের কৃষিতে টেকসই উৎপাদন ও পানিসাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।