
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন এবং আরও তিনজন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। র্যাব ও পুলিশের একাধিক সূত্র জানায়, পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় যায়। অভিযানের একপর্যায়ে সেখানে অবস্থানরত দুর্বৃত্তরা অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত ফোর্স পাঠানো হয়। একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও যৌথভাবে অভিযান শুরু করে। আহত র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চট্টগ্রাম র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় দুর্বৃত্তরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রাখে। আটকে পড়া সদস্যদের নিরাপদে উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, র্যাবের ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি বলেন, ‘র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জিম্মি থাকা সদস্যদের উদ্ধারে অভিযান চলছে।’
ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলা হয়েছে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় অভিযান পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এলাকাটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে অপরাধী ও দুর্বৃত্তদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়। এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানানো হয়েছে।