
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদল। এর পরপরই বৈঠক শুরু হয়।
নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দলের সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে দলটির পক্ষ থেকে চলমান নির্বাচন পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে নির্বাচন কমিশনের কথিত ‘পক্ষপাতমূলক আচরণ’ এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনিক ভূমিকা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন দলের প্রতিনিধিরা। সে সময় বৈঠকের আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর এক দিন আগে রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। ওই বৈঠকে তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণ নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ধরেন বলে জানা যায়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠক চলমান রয়েছে। এসব বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনের নিরপেক্ষতা এবং ভোটের পরিবেশ নিয়ে দলগুলো তাদের মতামত ও অভিযোগ তুলে ধরছে। রাজনৈতিক অঙ্গনে এসব বৈঠককে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।