
দেশের অর্থনীতি আগে আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাত্র দেড় বছরে অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোটসংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বৈদেশিক মুদ্রাবাজার আগের টালমাটাল অবস্থা থেকে এখন অনেকটাই স্থিতিশীল। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে এবং রপ্তানি আয়ও বেড়েছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন আর ভঙ্গুর নয়। অর্থনীতির সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন তিনি।
পাচার করা অর্থ ফেরত আনার প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, এই প্রক্রিয়ায় সময় লাগছে। তবে অর্থনীতি এখন আগের মতো সংকটাপন্ন অবস্থায় নেই এবং ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে রয়েছে।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে।
নবম জাতীয় পে স্কেল সম্পর্কে তিনি বলেন, সরকার পে কমিশন গঠন করেছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। তবে এ ক্ষেত্রে বিপুল অর্থের সংস্থান প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।
অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি কাঠামোগত সংস্কারেও গুরুত্ব দিচ্ছে, যাতে ভবিষ্যতে অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।