
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন একটি শর্ত কার্যকর হতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই ক্যাটাগরির ভিসায় অনুমোদিত আবেদনকারীদের ভিসা বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ইউএস অ্যাম্বেসি ঢাকা জানায়, ২১ জানুয়ারির পর যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড পরিশোধ করতে হতে পারে। বন্ডের পরিমাণ আবেদনকারীর ভিসা প্রোফাইল ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, ২১ জানুয়ারির আগে যেসব বাংলাদেশি নাগরিকের বৈধ বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন বন্ড শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ, আগের ভিসাধারীরা পূর্বের নিয়মেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলেও তা ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা প্রদান করে না। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট, দালাল বা অননুমোদিত মাধ্যমের মাধ্যমে অর্থ পরিশোধ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা অনুমোদনের পর নির্ধারিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে ভিসা বন্ডের অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, ভিসা বন্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও নিয়মাবলি যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের শুধুমাত্র ওই ওয়েবসাইট থেকেই তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, অবৈধভাবে অবস্থান বা ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র সরকার এই বন্ড ব্যবস্থা চালু করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা ও আর্থিক প্রস্তুতির প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।