
জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এ সভায় আন্দোলনে শহীদদের স্বজনরা তাঁদের বেদনা, প্রত্যাশা ও বিচার চাওয়ার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ভবিষ্যতে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে সকল শহীদ হত্যার বিচার হবে—এমন বিশ্বাস তাঁদের আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি এবং তাঁর ছেলের হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। তবে বিএনপি সরকার গঠন করলে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহারা কান্নাজড়িত কণ্ঠে তাঁর সন্তানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বড় ছেলেকে হারানোর পর তাঁর জীবনে শূন্যতা নেমে এসেছে। সন্তান হারানোর বেদনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কষ্ট কমেনি।
তিনি আরও জানান, এই কঠিন সময়ে বিএনপির পরিবারের সহযোগিতা না পেলে তাঁর সন্তানের চিকিৎসা চালানো সম্ভব হতো না। অনেকের সহযোগিতা না পেলেও বিএনপি পাশে দাঁড়িয়েছিল বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
মতবিনিময় সভা শেষে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ জাহিদের মা তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।