
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় পার্কের সামনে পরিত্যক্ত অবস্থায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাম্বুরি পার্কের সামনে শিশুটিকে দেখতে পান পার্কের নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে পার্ক বন্ধ করার প্রস্তুতির সময় নিরাপত্তাকর্মী শিশুটিকে ফটকের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। উদ্ধারকালে শিশুটির পরনে ছিল একটি ডায়াপার এবং গায়ে জড়ানো ছিল নতুন একটি কাঁথা। সে সময় শিশুটি ঘুমন্ত অবস্থায় ছিল। আশপাশে কোনো অভিভাবক বা পরিচিত কাউকে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, পার্কের নিরাপত্তাকর্মী আবদুল মালেক প্রতিদিনের মতো দায়িত্ব শেষে পার্কের ফটকে তালা দিতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ফটকের সামনের মেঝেতে একটি শিশু পড়ে থাকতে দেখে তিনি চমকে যান। আশপাশে কাউকে না পেয়ে দ্রুত শিশুটিকে কোলে তুলে নেন এবং পরে বিষয়টি স্থানীয় থানায় জানান।
খবর পেয়ে ডবলমুরিং থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন। এরপর প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটির ঠান্ডাজনিত কিছু সমস্যা ছিল। বর্তমানে তাকে হাসপাতালের এইচডিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সে এখন আগের চেয়ে ভালো আছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, যদি কেউ শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। শিশুটির প্রকৃত অভিভাবককে শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।