
গণভোট নিয়ে সমালোচনাকারীদের জানার পরিধি সীমিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিশ্বের প্রায় সব দেশেই গণভোট অনুষ্ঠিত হলে সরকার ‘হ্যাঁ’ অথবা ‘না’—যেকোনো একটির পক্ষে অবস্থান নেয়।
গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার যেহেতু সংস্কারের পক্ষে, তাই জুলাই জাতীয় সনদসংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। তাঁর ভাষায়, “মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হচ্ছে এই গণভোট। যাতে দেশে আবার অপশাসন কিংবা স্বৈরাচার ফিরে না আসে, কিংবা শেখ হাসিনার মতো কোনো শাসনব্যবস্থা পুনরায় তৈরি না হয়, সে জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি।”
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র।”
অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ায় দেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, সরকার তাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করবে যে নির্বাচনে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজার প্রাঙ্গণের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজারের সেক্রেটারি রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।