
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই নির্বাচনের স্বচ্ছতা শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি গণভোট ও চলমান সংস্কার প্রক্রিয়াও এই নির্বাচনের সঙ্গে গভীরভাবে জড়িত।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতেও দেশে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে এবারের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক মহলের আগ্রহও রয়েছে। তিনি বলেন, “আমরা যেমন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন।”
তিনি আরও বলেন, এখনই সময় জুলাই বিপ্লবের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার। তবে এ নিয়ে কিছু মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, “নেগেটিভ কিছু দেখলে তা নিয়ে বিতর্কে জড়াবেন না। বরং ইতিবাচকভাবে বিষয়গুলো তুলে ধরবেন এবং সামনে এগিয়ে যাবেন।”
অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে, এক সরকার এসে আগের সরকারের ভালো উদ্যোগগুলো বাতিল করে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার যেন সেই ধারা আর না ঘটে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ ভোটের মাধ্যমে নিজেদের শক্তিশালী করুন এবং ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে তাকেও শক্তিশালী করার পথ তৈরি করুন।”
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা প্রশাসন ও নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শুরুর আগে মঞ্চে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।