
নাগরিক ঐক্যের সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর এই তথ্য নিশ্চিত করেছে দলটি।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) নেওয়া হচ্ছে।
বার্তায় তিনি বলেন, “নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। আমরা তাকে পিজিতে নিয়ে যাচ্ছি।”
এ ঘটনার পরপরই মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নাগরিক ঐক্য। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতার আকস্মিক অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।