
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে কাতারে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহিন শেখ (৩৩) রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহিন শেখ কাতারে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে প্রথমে আটক করে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ী জেলা পুলিশকে অবহিত করা হলে সন্ধ্যা ছয়টার দিকে জেলা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় গিয়ে শাহিন শেখকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ রয়েছে। রাজবাড়ী সদর থানায় তাঁর বিরুদ্ধে এসব ঘটনায় মোট চারটি মামলা দায়ের রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, জেলা পুলিশের দল শুক্রবার রাতেই শাহিন শেখকে নিয়ে রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।