
পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে বেশ রোমাঞ্চিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। তবে সিনেমার প্রস্তুতির মাঝেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে দেওয়া এক আবেগঘন পোস্টে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী।
ফারিণ জানান, ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে এবং শুটিংয়ের অংশ হিসেবে শিগগিরই শ্রীলঙ্কা যাওয়ার কথাও রয়েছে তাঁর। বড় পর্দায় নতুন যাত্রা আর ঈদের মুক্তি—সব মিলিয়ে সময়টা তাঁর জন্য বিশেষ উত্তেজনার।
এই ব্যস্ততার মাঝেই ফারিণ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মায়ের সঙ্গে সম্পর্কের একান্ত অনুভূতি। তিনি লেখেন,
‘এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই নাই, আমি নিয়ে রেখে দিয়েছি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো।’
ফারিণের এই কথার মধ্যেই উঠে আসে মায়ের নিঃশব্দ ত্যাগ আর সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসার গল্প। পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন,
‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করেই কিনে আলমারিতে তুলে রাখে। মায়েরা হয়তো এমনি।’
অভিনেত্রীর এই আবেগঘন স্বীকারোক্তি মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করেন, মায়ের শাড়ি কেবল একটি পোশাক নয়—এটি ভালোবাসা, ত্যাগ আর স্মৃতির প্রতীক। সহকর্মী শিল্পীরাও ফারিণের পোস্টে ভালোবাসা ও অনুভূতির কথা প্রকাশ করেছেন।
একদিকে বড় বাজেটের ঈদ সিনেমা, অন্যদিকে মায়ের প্রতি গভীর টান—ফারিণের এই দুই দিকই তাঁর ব্যক্তিত্বকে নতুনভাবে তুলে ধরেছে বলে মনে করছেন ভক্তরা। পর্দায় রোমান্স কিংবা চরিত্রের অভিনয়ের বাইরেও বাস্তব জীবনের এই মানবিক আবেগই হয়তো তাঁকে আরও কাছের করে তুলছে দর্শকের কাছে।
ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে শাকিব–ফারিণ জুটি দর্শকের সামনে কেমনভাবে ধরা দেবে, তা নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনি অভিনেত্রীর এই ব্যক্তিগত অনুভূতিও বিনোদনপ্রেমীদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে।