
নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ভোটারবান্ধব করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন ব্যবস্থাকে জটিল না করে সহজতর করা জরুরি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই দেশের অধিকাংশ ভোটার ভোট দিক। নির্বাচনকে কঠিন না করে সহজ করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এই বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। কমিশন আমাদের প্রস্তাবগুলো বিবেচনা করে কাজ করবে বলে জানিয়েছে।’
ভোটার স্লিপ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক না থাকায় অনেক ভোটারের জন্য ভোট দেওয়া জটিল হয়ে ওঠে। ভোটার স্লিপে প্রার্থীর প্রতীক বা ছবি অন্তর্ভুক্ত করলে ভোটার নিজেই সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। এ বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে।
পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে নির্বাচনী এলাকায় যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, শুধুমাত্র তাদের নাম বা প্রতীক সংবলিত ব্যালটই যেন সেই এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহৃত হয়। এতে জটিলতা কমবে এবং ব্যবস্থাটি আরও কার্যকর হবে।’
তিনি আরও বলেন, আলোচনায় কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেসব বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পূর্বনির্ধারিত একটি সফর স্থগিত করেছেন। সফরটি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ছিল না; বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করার জন্য নির্ধারিত ছিল।
তিনি দাবি করেন, বিএনপির পক্ষ থেকে কোনো আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। বরং কমিশনের প্রতি সম্মান দেখিয়েই সফর স্থগিত করা হয়েছে। তবে অন্য রাজনৈতিক দলের নেতাদের কিছু বক্তব্য ও বিবৃতির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।