
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন। সিলেট বিভাগে ধারাবাহিকভাবে তিনটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এসব জনসভার একটি অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বিশাল খোলা মাঠে।
শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করা এই মাঠটিকে জনসভাস্থল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। একই দিনে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন আক্তার মাঠ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বুধবার রাতে শায়েস্তাগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
যৌথ সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী জি কে গউছ বলেন, তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়নি। তবে এক-দুই দিনের মধ্যেই বিস্তারিত ঘোষণা আসবে। মঞ্চের অবস্থান, আকার এবং কারা মঞ্চে থাকবেন—এসব সিদ্ধান্ত কেন্দ্র থেকেই জানানো হবে।
তিনি আরও জানান, এই জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন।
যৌথ সভায় হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতারা বক্তব্য দেন।
জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই সফরকে ঘিরে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।