
ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামোর আদলে সৌদি আরব ও পাকিস্তানকে কেন্দ্র করে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবিত এই জোটকে অনেক বিশ্লেষক ‘ইসলামিক ন্যাটো’ হিসেবে অভিহিত করছেন। এতে যুক্ত হওয়ার জন্য তুরস্ক সক্রিয় আলোচনা চালাচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশও এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে।
টাইমস অব ইসলামাবাদের ১২ জানুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানভিত্তিক এই প্রতিরক্ষা কাঠামো ন্যাটোর মতোই সমষ্টিগত নিরাপত্তা নীতির ওপর দাঁড়িয়ে আছে। ব্লুমবার্গের এক বিশ্লেষণ অনুযায়ী, প্রস্তাবিত এই ব্যবস্থায় ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর অনুরূপ বিধান রাখা হয়েছে, যেখানে কোনো এক সদস্যের ওপর হামলাকে পুরো জোটের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।
ওজচানের মতে, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে নিজের এবং ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তখন পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা মুসলিম দেশগুলোকে নতুন নিরাপত্তা কাঠামো গড়তে উৎসাহিত করছে। এই প্রেক্ষাপটেই কে বন্ধু আর কে প্রতিপক্ষ—তা নির্ধারণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
এরই মধ্যে তিন দেশ সামরিক সমন্বয় জোরদার করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে আংকারায় তিন দেশের মধ্যে প্রথমবারের মতো একটি নৌবাহিনী-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি এই জোট গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিশেষ গুরুত্ব পাচ্ছে তুরস্কের অংশগ্রহণ, কারণ দেশটি কেবল একটি আঞ্চলিক শক্তি নয়; এটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর দীর্ঘদিনের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তুরস্কেরই।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বহুদিনের। তুরস্ক ইতোমধ্যে পাকিস্তান নৌবাহিনীর জন্য কর্ভেট যুদ্ধজাহাজ নির্মাণ করেছে, এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকীকরণে সহায়তা দিয়েছে এবং সৌদি আরব ও পাকিস্তান—উভয়ের সঙ্গেই ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে। এর আগে তুরস্ক তাদের কা’ন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে সৌদি আরব ও পাকিস্তানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর দিকে আরও দ্রুত এগিয়ে নিচ্ছে, যা ভবিষ্যতে মুসলিম বিশ্বের নিরাপত্তা রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে