
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা আগেভাগেই ছড়িয়ে দিতে আজ ঢাকায় আসছে বিশ্বকাপের আইকনিক ট্রফি। বিশ্বব্যাপী ‘ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে ট্রফিটি আজ রাজধানীর হোটেল র্যাডিসনে প্রদর্শিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত দর্শকেরা ট্রফিটি কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তোলার সুযোগ পাবেন।
বিশ্বকাপ ট্রফির এই আন্তর্জাতিক পরিভ্রমণের আয়োজন করে আসছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা। তাদের ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত প্রায় পাঁচ শতাধিক বিজয়ী দর্শক টিকিট প্রদর্শনের মাধ্যমে আজ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। তবে এটি পুরোপুরি উন্মুক্ত প্রদর্শনী নয়।
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার জিলবার্তো সিলভা ট্রফিটি ঢাকায় নিয়ে আসছেন। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। এরই মধ্যে তাঁরা ট্রফি ট্যুরের প্রচারণায় অংশ নিয়েছেন।
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এই ট্রফি ট্যুর শুরু হয়েছে গত ৩ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। উদ্বোধন করেন ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো। রিয়াদ থেকে কায়রো, ইস্তাম্বুল, ভিয়েনা, দিল্লি ও গুয়াহাটির মতো শহর ঘুরে ট্রফিটি এখন ঢাকায় এসেছে।
ভারতের তিন দিনের সফরেও জিলবার্তো সিলভাই ট্রফির সঙ্গী ছিলেন। বাংলাদেশে ট্রফিটি আজ এক দিনই অবস্থান করবে। সকালে ঢাকায় পৌঁছানোর পর দুপুর থেকে হোটেল র্যাডিসনে শুরু হবে প্রদর্শনী।
এর আগে ট্রফি ট্যুর উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন করা হলেও ঢাকায় তেমন কোনো আয়োজন থাকছে না। বাংলাদেশ সফর শেষে ট্রফিটি যাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে, যেখানে এটি দুই দিন প্রদর্শিত হবে।
চলতি ট্রফি ট্যুরে মোট ৩০টি দেশ সফরের পরিকল্পনা রয়েছে। ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য আজকের দিনটি তাই বিশেষ স্মরণীয় হয়ে থাকছে।