
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ প্রেক্ষাপটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি কমিটি।
গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়। তবে সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে—হিসাববিজ্ঞান ও আইন—শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে। গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে গুচ্ছ ভর্তি ব্যবস্থায় যুক্ত হয়। এর ফলে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ২০টিতে।
এই নতুন সংযোজনের বিষয়টি বিবেচনায় নিয়ে গুচ্ছ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করতে পারেননি অথবা নওগাঁ বিশ্ববিদ্যালয়কে পছন্দের তালিকায় রাখতে চান, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন।
বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু করে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছ ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুচ্ছ ভর্তি কমিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। সময়সূচি অনুযায়ী—
ইউনিট সি (বাণিজ্য):
২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট বি (মানবিক):
৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট এ (বিজ্ঞান):
১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা:
১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
গুচ্ছ ভর্তি কমিটি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার এবং ভর্তি সংক্রান্ত সব তথ্য নিয়মিতভাবে ওয়েবসাইট থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে।