
স্কাইডাইভিংয়ে একসঙ্গে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে ধরেছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছরপূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের বিশেষ আয়োজনে ঢাকার আকাশে লাল-সবুজ পতাকার এই ব্যতিক্রমী প্রদর্শন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই কীর্তির স্বীকৃতি প্রদান করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে একসঙ্গে মোট ৫৪টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই সংখ্যাই স্কাইডাইভিংয়ে একযোগে উড্ডয়ন করা সর্বাধিক জাতীয় পতাকার নতুন বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই ঐতিহাসিক অভিযানে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও প্রশিক্ষিত স্কাইডাইভাররা। ‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এই রেকর্ড অর্জনের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে তালিকাভুক্ত হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
গিনেস রেকর্ডে বাংলাদেশের নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “আজ এ দেশের সবার জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সব জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
মহান বিজয় দিবসের এই অভিযানে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ মোট ৫৪ জন স্কাইডাইভার অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে আকাশে পতাকা উড়িয়ে এই বিশ্বরেকর্ড অর্জিত হয়, যা দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অর্জন শুধু একটি রেকর্ড নয়, বরং বাংলাদেশের সক্ষমতা, ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে দেশের পরিচয় তুলে ধরেছে।