
রংপুরের কাউনিয়া উপজেলায় জাল টাকার নোট ও ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
আটক মো. ইয়াসিন আলী (৫৮) কাউনিয়া উপজেলার কুশা ইউনিয়নের বাহাগিলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত তাজ উদ্দিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের জাল নোট এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানের সময় তাকে নিজ বাড়ি থেকেই আটক করা হয়।
পরে উদ্ধার করা জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, জাল নোট ও ইয়াবাসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও জাল নোটের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।