
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া করে যোগ্য চাকরি পায়, সেটি কি চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি চান, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ক্ষমতার কেন্দ্রীকরণ ভেঙে দিতে হলে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে “হ্যাঁ” ভোটই একমাত্র পথ।’
দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে হাসনাত বলেন, ‘আমাদের আগে দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে কোনো না কোনো সময় দেশ অবশ্যই এগোবে। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।’
তিনি বিশেষভাবে তরুণ প্রজন্ম ও নারীদের উদ্দেশে বলেন, ‘এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে—বিশেষ করে তরুণ প্রজন্ম, আন্টিরা যারা আছেন—আপনাদের সবাইকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।’
নিজেদের রাজনৈতিক আচরণ সম্পর্কে স্পষ্ট করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কোনো গুন্ডা-পান্ডা নাই। আমাদের পক্ষ থেকে কেউ ফোন দিয়ে ভয়ভীতি দেখাবে না। প্রোগ্রামে আসতে হবে, না এলে বাসা থেকে তুলে আনা হবে—এমন কিছু আমরা করব না। আমরা এসব পথে হাঁটব না।’
তিনি বলেন, ‘আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব, কিন্তু ভয় দেখিয়ে নয়। আমরা রাজনীতি করব মানুষের সম্মান, অধিকার আর ভালোবাসার জায়গা থেকে।’