
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন শেষে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও রোববার (১১ জানুয়ারি) নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব ছাড়ার পর তার করণীয় সম্পর্কে জানতে চান। জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন শেষে তিনি মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।
প্রথমত, তিনি ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে দেশের পরিবার-পরিজনের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন ড. ইউনূস। দীর্ঘদিন ধরে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে আসছেন এবং দায়িত্ব ছাড়ার পরও এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথা জানান।
তৃতীয়ত, তিনি তার বহুল আলোচিত ‘থ্রি জিরো’ দর্শন নিয়ে কাজ চালিয়ে যাবেন। এই দর্শনের মূল লক্ষ্য হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ।
উপ-প্রেস সচিব আরও জানান, বৈঠকে ড. ইউনূস জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন। আততায়ীর গুলিতে নিহত আবের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক ছিল অত্যন্ত গভীর।
আগামী নির্বাচন শেষে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন বলেও জানান উপ-প্রেস সচিব। সফরকালে তিনি একটি সম্মেলনে অংশ নেবেন এবং বিশেষ করে ওশিয়ান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করবেন।