
নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে দাবি করে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যাচাই-বাছাই ছাড়া মন্তব্য বা বিবৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবালয়। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ আহ্বান জানান।
ফয়েজ আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জানান, নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, ঘটনাটি পারিবারিক কলহ এবং ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে ঘটেছে। তবে নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ‘সাম্প্রদায়িক হামলায় হত্যা’—এমন বানোয়াট প্রচারণা ছড়ানো হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রেস সচিবালয়ের এই কর্মকর্তা বলেন, ওই ঘটনার প্রেক্ষাপটে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তিনি উল্লেখ করেন, যাঁরা বিবৃতি দিয়েছেন তাঁদের অনেককে অতীতে নানা ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে সরেজমিনে গিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। এ কারণে এমন কোনো ঘটনায় উদ্বেগ তৈরি হলে বক্তব্য দেওয়ার আগে তথ্য যাচাই করে নেওয়ার প্রত্যাশা সরকারের।
ফয়েজ আহম্মদ বলেন, “মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই-বাছাই করবেন, প্রয়োজনে সরেজমিনে ভিজিট করবেন। সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা দেখবেন।” তিনি আরও সতর্ক করে বলেন, ভুল তথ্য এবং প্রভাবশালী ব্যক্তিদের যাচাই ছাড়া বিবৃতি একত্র হলে তা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
ব্রিফিংয়ে তিনি বিশিষ্টজনদের উদ্দেশ্যে “জেনে বুঝে বিবৃতি দেওয়ার” আহ্বান জানান এবং অপপ্রচার মোকাবিলায় দায়িত্বশীল অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সরকারের বক্তব্য অনুযায়ী, নরসিংদীর ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয়; বরং ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত—এমনটাই প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, সামাজিক মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রবণতা সমাজে উত্তেজনা বাড়াতে পারে। সে কারণে তথ্য যাচাই, দায়িত্বশীল বক্তব্য এবং সতর্কতা অবলম্বনের আহ্বান বারবার করা হচ্ছে।