
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরদিন থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সিলেটকে পুণ্যভূমি হিসেবে বিবেচনা করে প্রথম দিন তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারতের পর তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পথসভা, জনসভা ও দলীয় কর্মসূচিতে যোগ দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, নির্বাচনের আগে দলের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই এবারের প্রচারণার মূল লক্ষ্য। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক বৈঠকে তারেক রহমান বলেন, ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের পরিকল্পিত রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে। তিনি জানান, দল জনগণের প্রত্যাশা ও দাবিকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি সাজাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন, অর্থাৎ ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণা চলাকালে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে জনসভা ও পথসভাকে বিশেষভাবে গুরুত্ব দেবে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট থেকে তারেক রহমানের প্রচারণা শুরু বিএনপির নির্বাচনী কৌশলের একটি তাৎপর্যপূর্ণ দিক। এতে দলের সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতির বার্তা দেওয়া হচ্ছে।