
নেপাল ও উপমহাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং (৪৩) আর নেই। ‘ইন্ডিয়ান আইডল ৩’ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাঁর সুরেলা কন্ঠ ও পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছিল। রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রশান্ত তামাংয়ের মৃত্যুর খবর ফেলে দিয়েছে বিনোদন জগতে গভীর শোক ও অজানা হতাশা। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার, সহশিল্পী ও ভক্তরা শোকাহত।
গত কিছুদিন আগে অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সম্প্রতি দিল্লিতে ফিরে এসেছিলেন প্রশান্ত। তাঁর পরিবার ও নিকটজনের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিনি কোনো গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন না। সেই কারণে হঠাৎ মৃত্যুর ঘটনা সবাইকে হতবাক করেছে।
১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিং-এ জন্মগ্রহণ করেন প্রশান্ত তামাং। স্ত্রী ও তাদের কন্যাসন্তানসহ তিনি দার্জিলিংয়ে বসবাস করতেন। যদিও কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন, দীর্ঘমেয়াদে মুম্বাইতে স্থায়ীভাবে থাকেননি।
সংগীতজগতে খ্যাতি পাওয়ার আগে কলকাতা পুলিশের কর্মী হিসাবেও কাজ করেছিলেন তিনি। পুলিশের সময়ে একটি সহকর্মীর কাছ থেকে বাংলা ভাষা শেখার পাশাপাশি নেপালি ভাষা শিখিয়েছেন বলে এক সাক্ষাৎকারে নিজের অনুপ্রেরণার গল্প শেয়ার করেছিলেন প্রশান্ত। সহকর্মীদের উৎসাহেই তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে অংশ নেন এবং তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি খ্যাতি অর্জন করেন।
গান ছাড়াও প্রশান্ত কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন নেপালি চলচ্চিত্রে। সাম্প্রতিক সময় তাঁর অভিনীত জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’-তে খল চরিত্রে ভূয়সী প্রশংসা পান, যা তাঁকে নতুন করে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।
শিল্পী হিসেবে তাঁর অসাধারণ প্রতিভা, বহুধারার সংগীত দক্ষতা ও আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি তাঁকে ভক্তদের হৃদয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল। আজ এই প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে গান ও অভিনয়ের জগৎ এক উজ্জ্বল ও সম্ভাবনাময় তারকাকে হারালো।
তার জনপ্রিয় গান, মঞ্চ পারফরম্যান্স ও অভিনীত চরিত্রগুলো স্মরণীয় হয়ে থাকবে শ্রোতাদের মনে।