
মাসিক মূল্য না বাড়িয়েই গ্রাহকদের জন্য আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। নতুন এই উদ্যোগের আওতায় বিটিসিএলের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে আগের তুলনায় কয়েক গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রোববার (আজ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের আধুনিক ও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন গতিবর্ধিত প্যাকেজগুলোর ফলে গ্রাহকেরা একই খরচে আগের চেয়ে অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে।
বিটিসিএলের ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী—
মাসিক ৩৯৯ টাকার ৫ এমবিপিএস গতির ‘সুলভ-৫’ প্যাকেজ এখন পাওয়া যাবে ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ নামে।
৫০০ টাকার ‘সুলভ-১২’ (১২ এমবিপিএস) প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’।
একই দামে ৫০০ টাকার ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজে এখন মিলবে ৫০ এমবিপিএস গতি, যার নতুন নাম ‘ক্যাম্পাস-৫০’।
৮০০ টাকার ‘সুলভ-১৫’ প্যাকেজের গতি বাড়িয়ে করা হয়েছে ৫০ এমবিপিএস, নাম ‘সাশ্রয়ী-৫০’।
১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-১০০’।
১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’।
১ হাজার ৩০০ টাকার ‘সুলভ-৩০’ প্যাকেজে এখন পাওয়া যাবে ১৩০ এমবিপিএস গতি, নাম ‘সাশ্রয়ী-১৩০’।
১ হাজার ৫০০ টাকার ‘সুলভ-৪০’ প্যাকেজের গতি বাড়িয়ে করা হয়েছে ১৫০ এমবিপিএস, নতুন নাম ‘সাশ্রয়ী-১৫০’।
১ হাজার ৭০০ টাকার ‘সুলভ-৫০’ প্যাকেজে এখন মিলবে ১৭০ এমবিপিএস গতি, নাম ‘সাশ্রয়ী-১৭০’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিসিএল মনে করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। পাশাপাশি এটি দেশের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।
গ্রাহক সন্তুষ্টি ও উন্নত সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই টেলিযোগাযোগ সংস্থাটি।